জাতীয়

লা‌ল হলুদে ‘মাখামাখি’

উৎসব‌প্রিয় বাঙা‌লির চিরায়ত প‌হেলা ফাল্গুন আজ। রাজধানীজু‌ড়ে তাই যে‌দি‌কে চোখ যায়, কেব‌ল হলুদ সা‌জের নারী- পুরুষ‌দের দেখা মে‌লে। প্রিয় মানুষ‌টির হাত ক‌রে ধ‌রে ঘুরে বেড়াচ্ছেন এদিক-ওদিক। 

রিকশা, বাস, অটো, রাজপথ- সবখা‌নে হলুদ পোশা‌কের নারী‌দের সা‌থে পুরুষের পোশা‌কের রঙ লাল। আবার উল্টোটিও দেখা যা‌চ্ছে। নারী প‌রে‌ছেন লাল, স‌ঙ্গের পুরুষের পোশা‌কের রঙ হলুদ।

কে‌ন হলুদ আর লা‌লের এই সমন্বয়, সহাবস্থান? কারণ আজ যেমন প‌হেলা ফাল্গুন, বস‌ন্তের শুরু; তেম‌নি আজ বিশ্ব ভা‌লোবাসা দিবসও। বছর তি‌নেক ধ‌রে দিবস দু‌টিও হাত ধরাধ‌রি ক‌রে এক হ‌য়ে গে‌ছে।

আজ‌কের নারী-পুরুষের কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছি, হলুদ না লাল- কোনটা‌কে প্রাধান্য দি‌চ্ছেন তারা? এ প্রস‌ঙ্গে পু‌রো‌নো ঢাকার না‌রিন্দার সা‌ফিন ব‌লেন, হলুদ‌কে বে‌শি প্রাধান্য দি‌চ্ছি। হলুদ তারু‌ণ্যের প্রতীক, তাই।

জান্নাতুলও হলু‌দের কথা ব‌লে‌ছেন। ত‌বে তার ব্যাখ্যা একটু ভিন্ন। ব‌লেন, আমরা‌ বাঙা‌লিরা উৎসব‌প্রিয় জা‌তি। প‌হেলা ফাল্গু‌নের গুরুত্ব আমা‌দের কা‌ছে বে‌শি। তারপর ভা‌লোবাসা দিবস।

ঋ‌দিতা ব‌লেন, কে‌নো যে দু‌টো দিন একস‌ঙ্গে ক‌রা হ‌লো? দু‌দি‌নের আমেজ দুরকম। দু‌দিন থাক‌লে আনন্দ বে‌শি হ‌তো। এখন ভাগাভা‌গি ক‌রে আনন্দ কর‌ছি। সকা‌লে হলুদ পোশাক প‌রে‌ছি। বি‌কে‌লে লাল পর‌বো।