জাতীয়

বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়লেন হাদিসুরের দুই ভাই

ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়া জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান।

এদিকে, বুধবার (৯ মার্চ) দুপুরে বাকি ২৮ নাগরিক দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কান্না করতে করতে বিলাপ করেন হাদিসুরের ছোট ভাই।

ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের ছোট ভাই কান্না করতে করতে বলেন, ‘আমার ভাই কোথায়? আমার ভাইকে কোথায় রাখছেন? আমার ভাই কীভাবে মারা গেছে তা জানতে চাই আমি।’

বিলাপ করতে করতে তিনি বলেন, ‘আগে আমার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সে মরতে পারে না’।

হাদিসুর রহমানের চাচাতো ভাই সোহাগ বলেন, ‘আমার ভাই মরেনি। থানার মধ্যে তার মতো ভালো কোনো মানুষ নেই।  কয়েক দিন আগেই তারে এয়ারপোর্ট থেকে বিদায় দিয়েছি আমরা। ’

আরও পড়ুন: ইউক্রেনে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক ঢাকায়