জাতীয়

সাবিহা ও খোরশেদ আরা বেসরকারিভাবে নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১০ এপ্রিল : সংরক্ষিত নারী আসনের অবশিষ্ট দুটিতে আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বিকেলে এই দুজনের বিষয়ে গেজেট প্রকাশ হওয়ার কথা।

এর আগে বিল খেলাপির অভিযোগে তাদের প্রার্থিতা বাতিল করেছিল ইসি। ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী ৯ এপ্রিল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুজনের কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় এবং তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন-২০০৪ এর ১২ ধারার উপধারা (২) অনুযায়ী সাবিহা নাহার ও খোরশেদ আরা হককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।  নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ও সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলি বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।      উল্লেখ্য, সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪৮টি আসনের প্রার্থীদেরকে গত ২০ মার্চ নির্বাচিত ঘোষণা করা হয়। বিল খেলাপির অভিযোগে সাবিহা নাহার বেগম ও খোরশেদ আরা হকের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। পরে নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করলে বিল পরিশোধের প্রয়োজনীয় কাগজপত্রসহ পুনরায় মনোনয়নপত্র দাখিল করেন তারা।

 রাইজিংবিডি/মিথুন/দিলারা