জাতীয়

মহিউদ্দিন আহমেদের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষাসৈনিক, স্বাধীনতা সংগ্রামের সংগঠক ও পার্লামেন্টারিয়ান মহিউদ্দিন আহমেদের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ১২ এপ্রিল।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও পুষ্প অর্পণ করা হয়। এ ছাড়া ঢাকা ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এসব অনুষ্ঠানে জাতীয় নেতারা, মরহুমের সহকর্মী, গুণগ্রাহী ও আত্মীয়-পরিজন অংশ নেবেন।

মহিউদ্দিন আহমেদে ১৯২৫ সালের ১৫ জানুয়ারি পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামে জন্মগ্রহণ করেন।  তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ভাষা সংগ্রামের অন্যতম সংগঠক ছিলেন।  ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে এমএলএ নির্বাচিত হন।  তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।  ১৯৯১ সালে তিনি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

১৯৯৭ সালের ১২ এপ্রিল ঢাকায় পরলোকগমন করেন মহিউদ্দিন আহমেদ।  

সংবাদ বিজ্ঞপ্তি