জাতীয়

ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শিবনাথ রায়

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা অতিরিক্ত সচিব শিবনাথ রায়কে তিন বছরের চুক্তিতে ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পিআরএল ও এ সংশ্লিষ্ট ছুটি বাতিলের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ জুলাই বা যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শিবনাথ রায় বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি অতিরিক্ত সচিব হিসেবে গত ১ জুন অবসরোত্তর ছুটিতে যান।

তিনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিবসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।