জাতীয়

‘জাতীয় চিড়িয়াখানায় পশু-পাখির সংখ্যা ৩ হাজার ৭০টি’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির ৩ হাজার ৭০টি পশু-পাখি রয়েছে।’

বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নোত্তরে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ‘গত ছয় মাসে চিড়িয়াখানায় দুটি জিরাফ শাবক, দুটি বাঘ শাবক, একটি করে আফ্রিকান সিংহ, ওয়াইল্ডবিস্ট, ইম্পালা ও জেব্রা শাবকের মৃত্যু হয়েছে।’

শ ম রেজাউল করিম বলেন, ‘সম্প্রতি চিড়িয়াখানায় প্রতিটি পশু মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত করা হয়েছে। এছাড়া পশু মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরবর্তীতে আলাদা করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

ভবিষ্যতে চিড়িয়াখানায় পশু-পাখির মৃত্যু প্রতিরোধে টিকা প্রদান, চিকিৎসা ও পরিচর্যাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।