জাতীয়

অপ্রয়োজনীয় বাতি, ফ্যান, এসি বন্ধ রাখার আহ্বান

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য অপ্রয়োজনীয় বাতি, ফ্যান, এসি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

সোমবার (২০ জুন) ডিপিডিসি’র এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

আজ রাত ৮টার পর দোকান,ও কাঁচাবাজার বন্ধ রাখার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারা দেশে দোকানপাট ও কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশ আজ থেকে কার্যকর হচ্ছে। রোববার (১৯ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।