নিজস্ব প্রতিবেদকঢাকা, ১৮ এপ্রিল : দেশ এখন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন আর আতঙ্কের রাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।
বুধবার দুপুরে খেলাফত মজলিসের প্রধান কার্যালয়ে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে খেলাফত মজলিস-সমর্থিত প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সাধারণ মানুষের জানমাল, ইজ্জত আজ হুমকির সম্মুখীন। সরকারের অনৈতিক কর্মকাণ্ড আর কায়েমি গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে প্রতিবাদ করলেই গুম, খুনের শিকার হতে হচ্ছে দেশের জনগণকে।
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সরকার নিজেই সাধারণ মানুষের জানমাল ইজ্জতহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় দেশ চলতে পারে না।
উপজেলা নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন আর যারা হতে পারেননি, সবাইকে সব সময় জনগণের পাশে থাকতে হবে। মানুষের বিপদে-আপদে সব সময় পাশে দাঁড়াতে হবে।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘খেলাফত মজলিসকে গণমানুষের সংগঠনে পরিণত করতে হবে। এজন্য আমাদের নিঃস্বার্থভাবে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। জনগণের অধিকার আদায়ে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।’
মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী, মানিকগঞ্জ সদরের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, বালাগঞ্জের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, রূপসা উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ যোবায়ের প্রমুখ।
রাইজিংবিডি/নাসির/সনি/ক.কর্মকার