জাতীয়

ঢাকা দক্ষিণে ৫৮ ওয়ার্ডে দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮টি ওয়ার্ডে দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে ১-৫, ৯-১৪, ১৮-২১, ২৩-৩২, ৩৪, ৩৬-৪১, ৪৩, ৪৬, ৪৮, ৪৯, ৫১-৬৪, ৬৬, ৬৭, ৬৯-৭৩ ও ৭৫ নম্বর ওয়ার্ডে সব বর্জ্য অপসারণ করা হয়েছে।

এছাড়া, উত্তর শাহজাহানপুর, রহমতগঞ্জ ও শ্যামপুর কদমতলী পশুর হাট থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন পশুর হাট থেকে ৯৮ শতাংশ এবং ধোলাইখাল পশুর হাট হতে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। বাকি পশুর হাটগুলো থেকে গড়ে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।     

৯ জুলাই রাত ১১টা হতে ১১ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ হাজার ৯৯৭টি ট্রিপের মাধ্যমে মোট ১২ হাজার ৬৪২.৬৮ মেট্রিক টন পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।