জাতীয়

‘এডিসের লার্ভা পাওয়া গেলেই জরিমানা’ 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা ও মামলা করা হবে। 

বুধবার (২০ জুলাই) সকালে রাইজিংবিডিকে এসব কথা বলেন।

সম্প্রতি রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া প্রসঙ্গে মেয়র বলেন, জরিমানা-মামলা যাই করি না কেনো, জনগণ সচেতন না হলে এডিস নিধন কষ্টসাধ্য। সকলে সচেতন হলে কেবল এটা সম্ভব। 

তিনি বলেন, ড্রোন ব্যবহার শুধু এডিসের লার্ভার উৎস খুঁজতে, মশা মারতে নয়। ড্রোন দিয়ে লার্ভার উৎস খুঁজতে এ পর্যন্ত ১৯ হাজার বাড়িতে সার্ভে করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ডেঙ্গু আক্রান্ত রোগীর বাসার ৪০০ গজ পর্যন্ত এডিসের উৎস খুঁজে, তা নিধনে কাজ করছে সিটি করপোরেশন৷

ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়া দোষের কিছু নয় বা এটা ছোঁয়াছে কোনো রোগ নয়। তাই ডেঙ্গু আক্রান্ত রোগীদের পরিচয় গোপন না রেখে সিটি করপোরেশনকে জানাতে আহ্বান করেন মেয়র। এতে আক্রান্ত ব্যক্তিদের কোনো সমস্যা তো হবেই না, বরং যারা সহযোগিতা করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। 

মেয়র এসময় সব হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু রোগীর সঠিক তথ্য দেওয়ারও আহ্বান জানান।