জাতীয়

ইউরোপে চাকরির নামে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

নেই জনশক্তি রপ্তানির লাইসেন্স। তারপরও ইউরোপসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির নামে প্রতারণা করে আসছে একটি প্রতারকচক্র। সেই চক্রের মূলহোতা সাফায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

শুক্রবার (২২ জুলাই) রাতে পুলিশ সুপার (অপস্ ও ইন্ট শাখা) বীণা রানী দাস রাইজিংবিডিকে একথা জানান।

এর আগে বৃহস্পতিবার (২১ জুলাই)  রাজধানীর সবুজবাগ এলাকা থেকে সাফায়াতকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে ২৩ টি পাসপোর্ট  উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত সাফায়াতের বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। 

র‌্যাব জানায়, সাফায়েত সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা। তার জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানির নামে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশ গমনে ইচ্ছুক বেকার যুবক যুবতিদের কাছ থেকে ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগীরা  প্রতিকার চাইলে তিনি তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন।  

প্রথমে প্রত্যাশীদের ইউরোপে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট এবং প্রাথমিক খরচ বাবদ এক লাখ টাকা নিয়ে থাকে সাফায়েত। পরবর্তীতে বিভিন্ন খরচ দেখিয়ে ধাপে ধাপে আরো টাকা আদায় করতেন সাফায়েত।