জাতীয়

গুলিস্তানে নির্মাণাধীন ভবনের ক্রেন থেকে রড পড়ে আহত ৫

রাজধানীর গুলিস্তান হল মার্কেটের নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড তোলার সময় রড নিচে পড়ে ৫ পথচারী আহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে গুলিস্তানে আজমেরী হোটলের পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন- জাকির হোসেন (৩৫), সাহাবুদ্দিন (৪০), মো. সবুজ (৪০), জাহাঙ্গির হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)।

তারা জানান, তারা গুলিস্তান হল মার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ওপর থেকে অনেকগুলো রড নিচে পড়ে।

আহতদের হাসপাতালে আনা মো. হাসান জানান, হল মার্কেটের ওপরে কাজ চলছে। ক্রেন দিয়ে ওপড়ে রড তোলা হচ্ছিল। এসময় ক্রেন থেকে অনেকগুলো রড রাস্তায় পথচারীদের ওপর পড়ে।

ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ৫ জনের মাথায় ও শরীরে আঘাত লেগেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।