জাতীয়

পুলিশি হয়রানি বন্ধে অটোরিকশাচালকদের মানববন্ধন

থ্রি হুইলার লাইসেন্সধারী চালকদের রেজিস্ট্রেশন ও ব্লু বুক দেওয়া এবং পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশাচালক ঐক্য পরিষদ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন—ঢাকা মহানগর সিএনজি অটোরিকশাচালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাহ হোসেন এবং সদস্য সচিব মো. গোলাপ হোসেন।

সংগঠনটির নেতারা বলেন, ‘আমরা দীর্ঘ সময় পরিশ্রম করে অন্ন-বস্ত্র ও ছেলেমেয়েদের শিক্ষার খরচ চালানোর পর মাস শেষে ঘরভাড়াটা দিতেও কষ্ট হয়। পরিবার- পরিজন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। সিএনজি অটোরিকশায় চাঁদাবাজি বন্ধ করে যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। মালিকরা সিন্ডিকেট করে দৈনিক জমা ৯০০ টাকাসহ ১১০০ থেকে ১৩০০ টাকা নিচ্ছেন। চালকরা বিআরটিএ-তে গিয়েও প্রতিকার পাচ্ছেন না। প্রায় ১ হাজার সিএনজি অটোরিকশামালিকের কাছে ঢাকা শহরের প্রায় ৫০ হাজার অটোরিকশাচালক ও ১ কোটি যাত্রী জিম্মি। আমরা চাই, এসব সমস্যা দূর হোক।’