জাতীয়

বিশ্ব পর্যটন দিবসে রাজধানীতে র‌্যালি 

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানী বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে র‌্যালির শুরুতে ছিল টুরিস্ট পুলিশের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা।

বাংলার ঐতিহ্য হিসেবে প্রতীকী পালকি আর নবদম্পতির সাজে একদল সংস্কৃতিকর্মীর সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন জেলে, বাউলসহ নানা পেশা ও চরিত্রের মানুষ। এছাড়াম র‌্যালিতে ছিল ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ও হাতি।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন করপোরেশন লাইভ কুকিং শো আয়োজনের পাশাপাশি দেশজুড়ে হোটেল-মোটেলের আবাসনে ৩০ শতাংশ ছাড় দেওয়ারও ঘোষণা দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এছাড়া, উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির।

উল্লেখ্য, 'পর্যটনে নতুন ভাবনা' এই প্রতিপাদ্য নিয়েই সারা দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।