জাতীয়

জাগপার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যাবেন খালেদা

নিজস্ব প্রতিবেদকঢাকা, ২৯ এপ্রিল : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

জাগপার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি বুধবার বিকেল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে। শফিউল আলম প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

শফিউল আলম প্রধান সাংবাদিকদের বলেন, ৩৪তম প্রতিষ্ঠাবাষির্কীর প্রতিপাদ্য হচ্ছে ‘এসো বিদ্রোহ করি’। কারণ বর্তমানে গণতন্ত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষ এখন খুন-গুমের শিকার। বাংলাদেশ যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, আজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণবিদ্রোহ সৃষ্টি করতে হবে। প্রতিষ্ঠাবাষির্কীতে এটাই হবে আগামী দিনের অঙ্গীকার।

জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান জানান, ১৯ দলীয় জোটের শরিকদের তারা আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

রাইজিংবিডি/নাসির/বকুল