জাতীয়

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্টঢাকা, ৩০ মে : প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন।

দিনটি স্মরণে রাজধানী ঢাকাসহ সারাদেশে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ ব্যাপক কর্মসূচি নিয়েছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।১৯৭১ সালে জিয়াউর রহমান দেশমাতৃকার মুক্তির জন্য হানাদারদের বিরুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। স্বাধীনতা যুদ্ধে তার এ ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে।রাষ্ট্রপতি জিয়া খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশের ভিত রচনা করেন।নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দেয়। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃত।৩০ মে ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুতে গোটা জাতি শোকাভিভূত হয়ে পড়েছিল। এই শোকের বহিঃপ্রকাশ ঘটেছিল শেরেবাংলানগরের মানিক মিয়া এভিনিউ এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামাজে জানাজায়। সেদিন লাখো মানুষ অংশ নেন নামাজে জানাজায়।কর্মসূচি

শহীদ জিয়ার ৩১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ ৮ দিনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ২৯ মে থেকে শুরু হওয়া এসব কর্মসূচি ৫ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে মূল অনুষ্ঠান থাকছে দুই দিনের।বুধবার সকাল ছয়টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, একইভাবে সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে একই কর্মসূচি পালন করা হবে।সকাল সাড়ে দশটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরে বাংলা নগর মাজারে পুষ্পন্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।একই সময় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজারে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ড্যাব এর উদ্যোগে মাজার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন খালেদা জিয়া।বেলা এগারোটায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাব এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হবে।দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে চার দিনব্যাপী দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বুধবার বেলা এগারোটায়  মোহাম্মদপুর টাউনহলে মহানগর বিএনপির খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচি শুরু করবেন খালেদা জিয়া। এরপর তিনি রাজধানীর বেশ কয়েকটি স্পটেও খাবার বিতরণ করবেন।অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে অঙ্গ, সহযোগী ও সমর্থক সংগঠনসমূহের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ, আলোচনা সভা ও সেমিনার, শহীদ জিয়ার মাজারে পুষ্পসত্মবক অর্পণ ও দোয়া মাহফিল, শহীদ জিয়ার ওপর আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনীর  আয়োজন করবে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার  জাতীয় প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনী হবে।দেশের অন্যান্য বিভাগীয় জেলা ও উপজেলা সদরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে একই ধরনের কর্মসূচি নেয়া হয়েছে।

   

রাইজিংবিডি/কেএস