জাতীয়

টাটাসহ ভারতীয় বিভিন্ন কোম্পানির বিনিয়োগ চায় বাংলাদেশ

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, টাটাসহ ভারতীয় বিভিন্ন কোম্পানির বিনিয়োগ চায় বাংলাদেশ। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভারতীয় হাইকমিশনার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, টাটাসহ বিভিন্ন ভারতীয় কোম্পানি যাতে বাংলাদেশে বিনিয়োগ করে হাইকমিশনারকে আমরা সেই অনুরোধ করেছি।

কৃষিতে কর্মসংস্থান বাড়াতে আন্তর্জাতিক সহায়তা দরকার উল্লেখ করে এ সময় তিনি জানান, ভারত সবসময় আমাদের সহায়তা করছে।

এবার পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী জানান, ভারতের মহারাষ্ট্র থেকে পেঁয়াজের বীজ আনা হয়েছে। যেটার ফলন ভালো।

এ সময় প্রণয় ভার্মা বলেন, খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা দুদেশ একসঙ্গে কাজ করছি।