জাতীয়

বার্ন রোগী‌দের জন্য ঢামেকে চালু হলো ১৪ আইসিইউ

আগুনে পোড়া গুরুতর রোগীদের চিকিৎসা ‌দি‌তে হিমশিম খা‌চ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। প্রতিনিয়ত এ ইনস্টিটিউটে রোগী বাড়ছেই। বছরজুড়ে রোগীদের চাপের পাশাপা‌শি তীব্র শীতে বার্ন ইনস্টিটিউটে বে‌ডের অভা‌বে নিয়‌মিত দুর্ভোগে পড়ছেন অনেক রোগী ও তা‌দের স্বজনরা।

এ সংকট উত্তরণ এবং বার্ন ইনস্টিটিউটের ওপর রোগীর চাপ কমাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের জন্য ১৪টি আইসিইউ বেড বরাদ্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগে. জেনা. মো. নাজমুল হক এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এসব আইসিইউ বেড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ঢা‌মেক প‌রিচালক ব্রিগে. জেনা. নাজমুল হক জানান, বার্ন ইউনিটে শিশু পেডিয়াট্রিক আইসিইউ ও এইচডিইউ সাধারণ বার্ন রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এসব বে‌ডে আগে শিশু কোভিড রোগীদের রাখা হতো। বর্তমা‌নে দে‌শে করোনা সংকট কমে যাওয়ায় এসব বেড সাধারণ বার্ন রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, তীব্র শীতে সারা‌দে‌শে আগু‌ন দুর্ঘটনায় রোগীদের সংখ্যা প্রতিদিন বাড়ছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে অতিরিক্ত রোগী আসছেন। ঢাকাসহ সারাদেশ থেকে আগের চেয়ে বর্তমা‌নে আসা রোগীর সংখ্যা এখন তিনগুণ বেড়ে গেছে। এজন্য ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ১৪টি আইসিইউ বেড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিধান চন্দ্র সরকার, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শরমিন আক্তার, ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন প্রমুখ।