জাতীয়

কে. ডি. শুভ-এর কবিতা : মা

মাকে. ডি. শুভস্বর্গ আমার         বেহেশত আমারধরণীও আমার তুমিছোটকালে আদর করে   দিতে গালে তুমি চুমি।যত্ন করে           খেয়াল করেকরছ তুমি বড়বুঝিনি তো        আগে আমিতোমার এই আদোরও।শুনব আমি       তোমার কথাএই করলাম পণতখন থেকেই        দিয়েছিলামপড়া-লেখায় মন।খাটনি করে         কষ্ট করেআমাদের কৃষ্ট মিলাচ্ছসেই সাথে        তুমি ধীরে ধীরেআমাদেরকেও গড়াচ্ছ।ধীরে ধীরে হলাম            একটু বড়বুজতেও শিখলাম কিছুএকঘেয়েমিতা          বাড়লো আমারদুর্ভাগ্য নিল পিছু।আদরও করো,        শাসনও করবেআছে তোমার অধিকারএই কথাটাই         মানতে আমিনারাজ হই বারবার।শাসন করবে করো        তবে কেন তুমিবেশী করে করোবড় হয়েছি বলে           না হয় একটুকম করেই করো।সে তো আমার            আর কেউ নাসে হচ্ছে আমার মাকাসন করুক           আর যাই করুকতিনি আমারই প্রিয় মা।

 

রাইজিংবিডি/১১ মে. ২০১৪/রাশেদ শাওন