জাতীয়

সৈয়দা তানিয়া আক্তার সিমি’র কবিতা

 বৈশাখের আগমণ            আসবে পহেলা বৈশাখবাজবে সানাইর‌্যালি চলবে ধীর গতিতে দেখবে সবাই চেয়েবাংলার মানুষ।

সকলের মুখে কত হাসি,কত ভালোবাসা।শিশুদের কোলাহলমুখরিত বাংলার নববর্ষ।

প্রভাতের পানতা ইলিশসবাই খাবে মিলে মিশেনেই কোনো ঈর্ষা,একত্রিত হয়ে সবাই মিলেবরণ করে নেবে বাংলা নববর্ষ।

সকল কবিরা আমন্ত্রিত,এই বাংলা নববর্ষেররমনার বটমূলে।

 

নববর্ষ      স্বাগতম তোমায়হাজার ফুলের পাপড়ির ভিরে- ছোট করব না তোমায়কৃষ্ণচূড়ায় ফুলের সাথে; তুলনা দেবনা তোমায় বলব আমি চুপিসারে একটি কথা হেসে-ভালোবাসি আমি তোমায়জন্মেছি যে দেশে।

তাই তো আজ শুভ নববর্ষএই বাংলাদেশে।

ঢাক, ঢোল বাজতে থাকেসকলে বৈশাখকে বরণ করেপ্রভাতের পানতা, ইলিশ খেয়ে।

নাচ, গান, কবিতা, ছড়াএকে একে চলে-উপস্থিত দর্শক বৃন্দসবাই মিলে দেখে, আনন্দে মাতোয়ারা হয়ে।

কবিদের আবির্ভাবে ফুটে ওঠেপ্রকৃতির মায়া বাংলা চিত্ত,সকল কবিরা নিস্পাপ।

শিশুর মতোন চিন্তা-চেতনা মনোভাবনববর্ষের আরেকটি আশির্বাদ

 

 

রাইজিংবিডি/১২ মে, ২০১৪/শান্ত/রাশেদ শাওন