জাতীয়

কৃষিক্ষেত্রে যুগান্তকারী অবস্থানে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে কৃষিক্ষেত্রে যুগান্তকারী অবস্থানে রয়েছে। এক সময় দুর্ভিক্ষের দেশ বলা হলেও বর্তমানে আর তা নেই।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী ৭ কোটি মানুষের ১১ লাখ টন খাদ্য হতো, এখন জমি ও প্রায় ২৪ কোটি মানুষ বেশি কিন্তু খাদ্য প্রায় ৪০ লাখ টন আগের চেয়ে ৪ গুণ, এটা বিরাট সাফল্য।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘এলডিসি হতে উত্তরণে বাংলাদেশের কৃষি: অর্জন চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শিরোনামের নাগরিক সংলাপে মন্ত্রী এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষিক্ষেত্রে সাফল্য এমনিতেই হয়নি এটা হয়েছে বর্তমান সরকারের সাফল্যের ফলে। সারের দাম ছিলো ৮৫ টাকা, সেখানে বাংলাদেশে ২০ টাকায় সার দিলো কৃষকদের। বাংলাদেশ সরকার ঋণ নিয়ে ভর্তুকি দিয়ে কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য এনেছে। কৃষির গবেষণার উন্নতি হয়েছে তাই উন্নত মানের শষ্যে উৎপাদন হচ্ছে।