জাতীয়

ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চায় সুমনের পরিবার

গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে নিহত সুমনের লাশ নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন তার মা ও খালা। সুমনের খালা কুলসুম বেগম জানিয়েছেন, মাত্র ১০ দিন আগেই দেশে ছুটিতে এসেছিলেন কাতার প্রবাসী সুমন। মায়ের জন্য ইফতার কিনতে সিদ্দিকবাজারে গিয়েছিলেন পুরান ঢাকার চুড়াইটোলার ওই বাসিন্দা।

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছে। এসবের মধ্যে একটি লাশ কাতার প্রবাসী সুমনের।

কুলসম বেগম বলেন, আমরা আমার ভাগ্নের লাশ নিয়ে যেতে চাই। ও তো এখন লাশ। লাশ কেন এত সময় ফেলে রাখবে? ও যদি জীবিত থাকতে, তাহলে চিকিৎসার জন্য রেখে দিতাম।

সুমনের মা তাজু বেগম বলেন, আমার পোলারে তোমরা ছেড়ে দাও। ওরে কাটাছেঁড়া কইরো না। ও তো দুর্ঘটনায় মরছে। আত্মহত্যা করে নাই। ওরে আর বেশিক্ষণ আটকাইয়ে রাইখো না।

এসব বলতে বলতে মূর্ছা যান সুমনে মা তাজু বেগম।