জাতীয়

‘ষড়যন্ত্রকারীরা উন্নয়নকে ব্যহত করতে পারবে না’

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, চারদিকে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।  ষড়যন্ত্রকারীরা উন্নয়ন ব্যহত করতে পারবে না। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ মিলনায়তনে রংপুর বিভাগ সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৩ ও  মেধাবী শিক্ষার্থীদের মাঝে মো. আনোয়ারুল গণি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, দেশের জনগণ বর্তমান সরকারের  উন্নয়নের সুফল  পাচ্ছে।  জনগণ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় দেখতে চায়। সরকারের জনপ্রিয়তা দেখে বিরোধীরা উন্মাদ হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, রংপুর বিভাগের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক।  এই বিভাগে অবকাঠামো,  শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল খাতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান। বৃহত্তর রংপুর বিভাগের ঐক‌্য বজায় রাখতে সবাইকে আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আজিজুল ইসলাম, আহ্বায়ক,  বার্ষিক সাধারণ সভা প্রস্তুতির উপকমিটি,  রংপুর বিভাগ সমিতি।

পরে মন্ত্রী রংপুর বিভাগের মেধাবী শিক্ষার্থীদের  হাতে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেন।