বৃহস্পতিবার (২৯ জুলাই) ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলকায় পশু কোরবানি করা হবে। কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। প্রস্তুত আছেন ১৯ হাজার ২৪৪ জন পরিচ্ছন্নতা কর্মী। বৃহস্পতিবার দুপুর ২টায় বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা হয়েছে। বর্জ্য অপসারণে প্রায় ১১ লাখ প্লাস্টিক ও পলি ব্যাগ বিতরণ করা হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তা এ প্রতিবেদককে বলেছেন, ঈদের দিন দুপুর ২টায় বর্জ্য অপসারণের উদ্বোধন করবেন দুই মেয়র। বৃহস্পতিবার ঢাকার দুই সিটি কর্পোরেশনে পৌনে ৫ লাখ পশু কোরবানি হতে পারে। এসব পশু থেকে ৩০ হাজার টন বর্জ্য সৃষ্টি হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম তদারকি করার জন্য একটি টিম গঠন করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিবহন বিভাগ ও যান্ত্রিক বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
৩৫৭টি বিভিন্ন ধরনের যান-যন্ত্রপাতি (পে-লোডার ১০টি, বেকহো-লোডার ৪টি, স্কিড লোডার ১টি, টায়ার ডোজার ৭টি, চেইন ডোজার ৩টি, ডাম্প ট্রাক ৯৬ টি, কম্পেক্টর ৫৩টি, পানিবাহী গাড়ি ৯টি ইত্যাদি) প্রস্তুত রাখা হয়েছে।
ডিএসসিসি থেকে জানা গেছে, ৫ হাজার ৩০০ জন পরিচ্ছন্নতা কর্মী, ৭৫টি ওয়ার্ডে নিয়োজিত প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের ৩ হাজার কর্মী এবং পশুর হাটের জন্য ৬৩০ জন বাহিরের শ্রমিকসহ মোট ৮ হাজার ৯৩০ জন কর্মী পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত থাকবেন। পশুর হাটের বর্জ্য ও কোরবানি করা পশুর বর্জ্য অপসারণ এবং রাস্তাগুলো ধোয়ার পর জীবানুমুক্ত করার জন্য পর্যাপ্ত জীবানুনাশক (স্যাভলন) ও ব্লিচিং পাউডারের ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে সরবরাহের জন্য ১ লাখ ৩০ হাজার চটের ব্যাগ বিতরণ করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন শিমুল জানান, কোরবানির পশুর বর্জ্য অপসারণে মোট ১০ হাজার ৩১৪ জন কর্মী নিয়োগ করা হয়েছে। কোরবানির পশুর হাটগুলো দ্রুত পরিষ্কারের লক্ষ্যে বুধবার থেকে ঈদের পরবর্তী দুই দিন নিরবচ্ছিন্নভাবে বর্জ্যবাহী ডাম্প ট্রাক/খোলা ট্রাকসহ ৬১৫টি গাড়ি নিয়োজিত থাকবে। প্রতিটি ওয়ার্ডে ভ্যানগাড়িতে করে ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হবে। বায়োডিগ্রেডেবল পলিব্যাগ ১ লাখ পিস বিতরণ করা হয়েছে। নগর ভবনের নীচ তলায় অস্থায়ী কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর: +৮৮০২৫৫০৫২০৮৪, ১৬১০৬। কন্ট্রোল রুমের পাশাপাশি বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকির জন্য ২৪ সদস্যের টিম গঠন করা হয়েছে।