জাতীয়

‘জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ’

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তন অনিবার্য বাস্তবতা। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ।

বুধবার রাজধানীর একটি হোটেলে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত একটি  প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

প্রতিমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দিতে সারা বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্বে তুষাড়পাত, জলোচ্ছ্বাস, সাইক্লোন ও দাবানলের মত প্রাকৃতিক দুর্যোগ আগের চেয়ে অনেক বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরেছেন। এসব মোকাবেলায় সকল দেশকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আামাদের দেশ জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিভিন্ন সময়ে জলবায়ুজনিত  প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে আঘাত হানছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বেড়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন বেড়েছে। এসব কারণে আমাদের অনেক মানুষ পৈত্রিক নিবাস ছেড়ে এসে শহরে আশ্রয়  নিচ্ছে।

প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী এ সমস্যা মোকাবেলায় অনেক কর্মসূচি নিয়েছেন এবং সেগুলো বাস্তবায়িত হচ্ছে।