জাতীয়

বনানীতে পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা

রাজধানী বনানীর মহাখালীর খ্রিস্টান পাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে কবির হোসেন (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার স্ত্রী শাহিনুর আক্তার বলেন, আমি ও আমার স্বামী তেজগাঁও কুনিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকি। দীর্ঘদিন যাবত পারিবারিক বিষয় নিয়ে তার সাথে আমার ঝগড়া-বিবাদ চলছিল। আজ সকালে সে ঝগড়া করে তার বড় ভাই মানিকের মহাখালী খ্রিস্টান পাড়া বাসায় যায়। সেখানে তার ভাইয়ের টিনশেড বাসায় গলায় রশি পেঁচিয়ে ঝুলে থাকে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক আমার স্বামীকে মৃত জানান।

তিনি আরও বলেন, আমার স্বামীর গ্রামের বাড়ি নরসিংদী জেলার, রায়পুরা থানার, কালিকাপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে ছিল। বর্তমানে তেজগাঁও মধ্যখানি পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতাম।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।