জাতীয়

‘অর্থনৈতিক সংস্কার প্রয়োজন, তবে নির্বাচনের আগে হচ্ছে না’

রিজার্ভ, সুদের হার, রেমিট্যান্স, রপ্তানি পলিসিসহ বিভিন্ন ইস্যুতে দেশে অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে নির্বাচন খুব আসন্ন হওয়ায় সকল ফোকাস এখন নির্বাচনকে কেন্দ্র করে। নতুন যে সরকারই আসবে, তাদের অর্থনৈতিক সংস্কারে কাজ করতে হবে।

রোববার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে সালমান এফ রহমান এই কথা বলেন। এর আগে ইউরোপীয় ইউনিয়নের মধ্য এশিয়া, এশিয়া ও প্রশান্ত অঞ্চলে ডিরেক্টর পেটেরিস উসতানসেসহ একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের পর ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই সরকারের মূল লক্ষ্য। আমরা আশা করছি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারো সরকার গঠন করতে পারবো। 

প্রতিনিধিদল নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আজকের মিটিংয়ে নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়নি। তবে ইউরোপীয় ইউনিয়ন আগে থেকেই সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলে আসছে, আমরা বরাবরই সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে আন্তরিক। 

অপর এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান আরও বলেন, আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি পেতে কোনো বাধা নেই। মূল্যস্ফীতির চাপ ও রিজার্ভ সংকট উত্তরণে আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার নতুন সরকার করবে বলেও মন্তব্য করেন তিনি।

সৌজন্য সাক্ষাতে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে প্রযুক্তি সহায়তা দেওয়ার প্রস্তাব দেয় ইইউ প্রতিনিধিদল।

বাংলাদেশ ছাড়াও এ অঞ্চলের দেশগুলোর মধ্যে একটি আঞ্চলিক নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনে সহায়তার কথাও জানায় প্রতিনিধি দলটি।