জাতীয়

ইটিপি ছাড়া ভবন নির্মাণের অনুমোদন দেবে না রাজউক

সচিবালয় প্রতিবেদক : বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন ছাড়া নতুন কোনো বাড়ি বা বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমোদন দেবে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউ-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বৈঠক শেষে নিজ দফতরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘নদী ও পরিবেশ রক্ষার জন্য এখন থেকে কোনো নতুন বাড়ির প্ল্যান অনুমোদনের সময়ে বিষয়টি নিশ্চিত করতে হবে। তা না হলে অনুমোদন দেবে না রাজউক। বৈঠক থেকে রাজউককে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে।’

মন্ত্রী আরো বলেন, ‘রাজধানীর সব বাড়ি পরদর্শনের জন্য পরিদর্শক পাঠাবে রাজউক। যেসব বাড়িতে শুধু সেপটিক ট্যাঙ্ক রয়েছে সেসব বাড়িতে বর্জ্য ক্লিনিংয়ের জন্যও ট্যাঙ্ক স্থাপনে মালিককে বাধ্য করা হবে।’

 

রাইজিংবিডি/ঢাকা/৪ জুন ২০১৪/তরিকুল/কে. শাহীন/কমল কর্মকার