জাতীয়

কাজী জাহিদুল ইসলাম-এর কবিতা

শিল্পসেদিন যখন তোমার শিল্প দেখছিলাম অবাক দৃষ্টিতে সৃষ্টিতে স্রষ্টার প্রশংসা করেছিলাম খুবমন ভিজে একাকার হয়েছিলাম রূপের বৃষ্টিতে কৃষ্টিতে এতোকিছু নিয়েছে যে পিছু যেন তার কারণবারণ ছাড়া প্রথমবার ভিজেছি যেন উষ্ণ ঝরনার কুসুম জলে চলে সে জলে অদৃশ্য মোহের স্নান তারপর অন্য কাজআজ দ্বিতীয়বার ভিজেছি যেন শীতল ঝরনার বরফগলা জলেছলেবলে বুকের ভেতর দেখো এখন বাজে জান্নাতী আওয়াজআজ যা চেয়েছি তাই পেয়েছি হৃদয় গেছে ভরেওরে হৃদয় মাঝে ঠাঁই দিয়েছি তাকে প্রণাম করে।

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৪/শান্ত