জাতীয়

আদালতে ঝুলছে সাড়ে ২৪ লাখ মামলা

সংসদ প্রতিবেদক : সারা দেশের আদালতগুলোতে ২৪ লাখ ৪৯ হাজার ১২৪টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় ঝুলছে।

গত পাঁচ বছরে এ মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব হয়নি। অপরদিকে একই সময়ে অর্থাৎ ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সারাদেশের বিভিন্ন আদালতে মোট ৭৯ লাখ ২৮ হাজার ৯৫৫টি মামলার নিষ্পত্তি হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর এক প্রশ্নের উত্তরে সংসদকে এই তথ্য জানান।

মন্ত্রী জানান, বাংলাদেশের বিভিন্ন আদালতে পাঁচ বছরের অধিক অনিষ্পন্ন বিচারাধীন ফৌজদারি মামলার সংখ্যা ৯ লাখ ৭২ হাজার ১৯। জেলা জজের বিভিন্ন আদালতে ২ লাখ ৫৩ হাজার ৮৩২টি, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ৭ লাখ ১৮ হাজার ১৮৭টি মামলা অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এছাড়া বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা ৫ লাখ ৫ হাজার ৮৬।

তিনি জানান, বিগত ৫ বছরে জেলা জজ আদালতসমূহে সর্বমোট ৬ লাখ ৫৪ হাজার ৩৯৩টি দেওয়ানি মামলা নিস্পত্তি হয়েছে এবং নিষ্পত্তিকৃত ফৌজদারি মামলার সংখ্যা ৩৬ লাখ ৩৭ হাজার ২৮১। এর মধ্যে জেলা জজ আদালতে নিষ্পত্তি হওয়া ফৌজদারি মামলার সংখ্যা ৮ লাখ ১৪ হাজার ৮২ এবং ম্যাজিস্ট্রেসিতে নিষ্পত্তি হওয়া ফৌজদারি মামলার সংখ্যা ২৮ লাখ ২৩ হাজার ১৯৯।

 

রাইজিংবিডি/১০ জুন ২০১৪/নাগ/সাইফুল