গণপরিবহনে নারীদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষণ এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছে সেভ দ্য রোড নামের একটি সংগঠন। শুক্রবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে সমাবেশে মহাসচিব শান্তা ফারজানা বলেন, নির্মম বাস্তবতা হলো এই যে, যেকোনো গণপরিবহনে নারীরা হয়রানির শিকার হচ্ছেন। প্রতিদিন কমপক্ষে শতাধিক নারী নিপীড়িত হচ্ছেন কেবল সড়ক পরিবহন নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায়। আমরা আন্তর্জাতিক নারী দিবসে সকল গণপরিবহনে ৩৫ শতাংশ নারী আসন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানচ্ছি।
সেভ দ্য রোডের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ এবং শ্রমিকনেতা আনিসুর রহমান।সমাবেশে উপস্থিত ছিলেন—সেভ দ্য রোডের ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সোনিয়া দেওয়ান প্রীতি, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, রাজনীতিক সেলিম আহমাদ, সমাজসেবক আবদুল্লাহ আল মামুন, মনোয়ারা বেগম প্রমুখ।