জাতীয়

কবি আবুল হোসেনের প্রতি শ্রদ্ধা

চেয়েছিলাম আরও কিছু শব্দ(নববসন্তের কবি আবুল হোসেনর প্রতি শব্দশ্রদ্ধা)থাকতে আসেননি। আমরাও রেখে দেব চিরদিন এমনটি বলিনিচেয়েছিলাম আরও কিছু শব্দ উপহারসহজ সরল, মাটির মতো জলের মতো, মাঠের মটরশুটির মতোনদীর মৃদু ঢেউ আর সাগর নীলের মতোফেনিল অথবা ফেনাময়কিংবা গাঙচিলের মতো চঞ্চল, চলিষ্ণু মেঘের মতো প্রবাহমান।দু:খটা নীরব সঙ্গি ছিল বটে, নীরব ছিল পাতার ভিতর ছিল পৃথিবীকে দেখাশরীরে ছিল রবীন্দ্র নজরুল বুদ্ধ জসিমদীর্ঘ পথের গন্ধতার থেকে পেয়েছি আমরা নানান আয়োজনবিয়োজন না হলে এখনই কী হতো তেমন?চিরদিন দান চাইনিচেয়েছিলাম আরও কিছু শব্দ, কর্ষিত বাক্য উপহারজোছনার মতো, গোলাপের মতোবিরহী বধূর নোলকের মতোকান্না অথবা হাসির মতোভোরের মতো দীপ্তপ্রাণ. .পূর্ণ হলো না চাওয়াচোখ জোড়া ঘোলা করে উঠে গেলেন শেষ ট্রামে, গন্তব্যেপাছে রইল পড়ে অগুণতি ব্যথার পরাগ . .কবি : জোবায়ের মিলন

রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৪/শান্ত