জাতীয়

রেলওয়ে বোর্ড আইন অনুমোদন

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ে বোর্ড (রহিতকরণ) আইন, ২০১৪ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।মন্ত্রিপরিষদ সচিব জানান,  ১৯৮৩ সালে একটি অর্ডিন্যান্স জারি করে রেলবোর্ডকে বিলুপ্ত করে সরকারের সরাসরি নিয়ন্ত্রণে আনা হয়। সামরিক সরকারের আমলে জারিকৃত আইনটি পর্যালোচনা করে এ আইন বাংলায় করা হয়েছে। এই আইনের ফলে বাংলাদেশ রেলের ভিত্তি আরো সুদৃঢ় হবে।মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এ ছাড়া বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির সংশোধিত খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে ২০১৩ সালের ১০ জুন মন্ত্রিসভা চুক্তিটির অনুমোদন দিয়েছিল। মূল চুক্তি ছিল ইংরেজি ভাষায়। আজারবাইজান তাদের ভাষায় চুক্তি করার প্রস্তাব দিলে বাংলাদেশও বাংলাভাষায় চুক্তির প্রস্তাব করে। এর ফলে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি তিনটি ভাষায় সম্পাদিত হয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৪/শফিক/দিলারা