জাতীয়

পাহাড়ী কন্যা

আইরীন নিয়াজী মান্নাকোন পাহাড়ে বসত তোমারকোথায় তোমার ঘরআমরা তোমার বন্ধু সবাইনইতো কেউই পর।পাখপাখালি বন্ধু তোমারবন্ধু দূরের গাঁও;মং নদীতে ভাসিয়ে বেড়াওছোট্ট ডিঙি নাও।বাঁশির সুরে সকাল তোমারপাখির শিষে ঘুমদূর পাহাড়ে শস্য ফলাওআর ফলাও জুম।আলতা পায়ে ঘুরে বেড়াওসকাল বিকেল দুপুরপাহাড় নাচে তোমার ছোঁয়ায়পায়ে পাতার নূপুর।ঘাগড়া পরা কন্যা তুমিমিষ্টি তোমার হাসি;মুক্তো ঝরা হাসিভীষণ ভালোবাসি।

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৪/তাপস রায়