জাতীয়

মা

এম. মনির                মা যে আমার নয়নমণিমা যে আমার প্রাণ,মা যে আমার ঐ বিধাতারঅশেষ রহমতের দান।মা যে আমার সুখের পরশএই দেহ-মন জুড়ে,একটু চোখের আড়াল হলেহৃদয় কেমন করে।মা যে আমার ভোরের আলোদেয় যে মনে আশা,তার মুখেই প্রথম শিখিআমার প্রাণের ভাষা।মা যে আমার দয়ার সাগরস্নেহে হৃদয় ভরা,মায়ের মন উদার বলেইসুন্দর এই ধরা।মাকে নিয়ে কবিতা-গানলিখে যাই যতো আমি,সকল কিছুর উর্ধ্বে মাসবার চেয়ে দামী।সাঘাটা, গাইবান্ধা থেকে।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৪/তাপস রায়