চলছে শৈত্যপ্রবাহ। রাজধানীসহ সারা দেশে তীব্র শীতে কষ্ট পাচ্ছে অনেক মানুষ। এই ঠান্ডায় অসহায় মানুষদের জন্য একটু উষ্ণতার ব্যবস্থা করতে শীতবস্ত্র বিতরণ করছেন অনেক সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠান।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকা জেলা প্রশাসন রাজধানীর মোহাম্মদপুর ও কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকার বিভিন্ন বস্তিতে পাঁচ শতাধিক ছিন্নমূল, ভবঘুরে, ভিক্ষুক, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
এ সময় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উমর ফারুক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়াহিদুল আলম, তেজগাঁও সার্কেলের পিআইও জাকির হোসেন এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেছেন,“ শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছে ঢাকা জেলা প্রশাসন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেওয়া সরকারি কম্বল বিতরণ করা হচ্ছে। ঢাকা মহানগরসহ সব উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।”