জাতীয়

রাজধানীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবন সংলগ্ন মার্চুয়ারির সামনে থেকে অজ্ঞাতনামা ৬০ বছর বয়সী বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মার্চুয়ারির শ্রমিক মোহাম্মদ  সাইফুল ইসলাম ঐ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত  ঘোষণা করেন।

সাইফুল বলেন, “এই বৃদ্ধ গত কয়েকদিন মার্চুয়ারি সংলগ্ন একটি বেঞ্চে অসুস্থ অবস্থায় পড়েছিলেন। আমরা তাকে খাওয়াতাম এবং চিকিৎসাও করাতাম। আজ দুপুরে হঠাৎ তাকে পড়ে থাকা অবস্থায় দেখতে পাই। পরে হাসপাতালের ওয়ার্ড মাস্টারের নির্দেশে তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান”।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।”