রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।