জাতীয়

গাজায় শহীদদের মাগফিরাত কামনায় মস‌জি‌দে বিশেষ দোয়া শুক্রবার

সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নির্মম গণহত্যায় শহীদ‌দের রু‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রে শুক্রবার ‌দে‌শের সব মস‌জি‌দে বাদ জুমা বি‌শেষ দোয়া ও মোনাজা‌তের আ‌য়োজন করার অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছে ইসলা‌মিক ফাউ‌ন্ডেশন।

বৃহস্প‌তিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞ‌প্তি‌তে এ আহ্বান জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে বলা হয়, সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নির্মম গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল বাহিনী। অবরুদ্ধ গাজায় খাদ্য ও পানীয় সরবরাহ বন্ধ করে দিয়ে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি এবং গাজাবাসীকে দুর্ভিক্ষের মুখে নিপতিত করেছে। ফিলিস্তিনের গাজায় ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যায় মুসলিম বিশ্বে ক্ষোভের সঞ্চার হয়েছে। ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন।

গাজায় গণহত্যায় শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার (১১ এপ্রিল) দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে ফিলিস্তিনিদের প্রতি সংহতি, সমবেদনা ও সহমর্মিতা জানাতে গিয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতি না হয় সে বিষয়ে সর্তক ও সজাগ থাকা জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।