পয়লা বৈশাখে মনের ইচ্ছা প্রাণ খুলে লেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের দিকের দেয়ালে ‘ভালো কাজের হালখাতা' নাম দিয়ে ডিজিটাল ব্যানার রাখা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে সেখানে গিয়ে দেখা, ডিজিটাল ব্যানারে যার যার খুশি মতো মনের চাওয়া জানিয়ে অনেকে লিখছেন।
ব্যানারের ওপরের দিকের মাঝখানে লেখা ‘ভালো কাজের হালখাতা'। আর তার বাঁ পাশে লেখা ‘যাহা পাইতে চাই’। ডান পাশে লেখা ‘যাহা হারাইতে চাই’। নিচের দিকে সাধারণ দর্শনার্থীদের মনের কথা লেখার জন্য ফাঁকা রাখা হয়েছে। লেখার জন্য দুটি মার্কারও রাখা হয়েছে।
বিকালে গিয়ে দেখা যায়, একঝাঁক দর্শনার্থী ব্যানারে লিখছেন, যা খুশি তাই লিখছেন। সেখানে ভিড় কোনোভাবেই শেষ হচ্ছে না।
ব্যানারের ‘যাহা কিছু পাইতে চাই’ অংশে বেশ কিছু লেখা নজর কেড়েছে। এসব লেখার মধ্যে রয়েছে, ‘ইউনূস সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই’, ‘হাসিনার ফাঁসি চাই’, ‘হাসিনা-মোদীর বিয়ে চাই’, ‘উন্নত মানসিকতার ভালো সমাজ চাই’, ‘নিরাপদ সড়ক চাই’, ‘কুয়েটে রাজনীতি বন্ধ চাই’, ‘নববর্ষ উপলক্ষে ধর্মনিরপেক্ষ সরকার চাই’।
আরো লেখা দেখা গেছে সেখানে। কেউ কেউ লিখেছেন, ‘বউ হতে চাই’। কেউ লিখেছেন, ‘সুন্দর বউ চাই’, ‘হ্যান্ডসাম স্বামী চাই’, ‘কুমিলৃলা বিভাগ চাই’।
‘যাহা কিছু হারাইতে চাই’ অংশের উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে- ‘পুরাতন গাধা দলগুলো থেকে মুক্তি চাই’, ‘জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়ে কামড়াকামড়ি বন্ধ চাই’, ‘ইসরায়েলের ধ্বংস চাই’, ‘আওয়ামী লীগ চাই না’। এমন অনেক লেখা রয়েছে সেখানে।
ব্যানারে লিখছিলেন এমন একজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তিনি বলেন, “এখন তো শোভাযাত্রাটি ঐতিহাসিক হয়ে গেল। এ ধরনের আরো মৌলিক জিনিস আছে বলে আমার ধারণা। প্রশাসনের উচিত হবে এমন উদ্যোগ আরো নেওয়া।”
নববর্ষ বরণের নানা আয়োজনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগগুলো চোখে পড়ার মতো। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যেমন এবার নতুন আঙ্গিকে হয়েছে, নতুন বার্তা দিয়ে ঐক্যের ডাক দেওয়া হয়েছে, তেমনি শিক্ষার্থীদের দলবদ্ধ উদ্যোগও সাড়া ফেলেছে। টিএসসির দেয়ালে ডিজিটাল ব্যানারে মনে কথা লেখার জন্য ‘ভালো কাজের হালখাতা’, তেমন একটি উদ্যোগ।