বিজয় চন্দ্র দাসনেত্রকোনা, ১৭ জুন : দীর্ঘ ৯ বছর পর নেত্রকোনা জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে।
আগামী ২১ জুন ৮ পদের বিপরীতে মোট ২০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
জেলায় সর্বমোট ৫ হাজার ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী নির্বচিত করবেন।
২০০৫ সালের নির্বাচনে সাতপাই রোডের ২০-২৫ জন ভোটার তালিকা থেকে ভুলবশত বাদ পড়ে যাওয়ায় (চালক) মো. শহীদ মিয়া বাদী হয়ে আদালতে মামলা করায় নির্বাচিত কমিটি শপথ নিতে ব্যর্থ হওয়ায় আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হওয়ায় শ্রমিক সংঘটনটির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
শ্রমিক ইউনিয়নের নেতা নির্বাচনে দলীয় বিবেচনা প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. বিল্লাল শেখ (বিল্লাল) সরাসরি প্রত্যাখান করে বলেন, এ নির্বাচনে সাধারণ শ্রমিকদের সুবিধা অসুবিধা সুখে দুখে পাশে থাকাই নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দের দায়িত্ব ও কর্তব্য।
একই প্রশ্নের জবাবে সভাপতি পদপ্রার্থী মো. নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের নির্বাচনে রাজনৈতিক প্রভাবের প্রশ্নই উঠেনা। এ নির্বাচন শ্রমিকদের অধিকার আদায়ের নির্বাচন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাধারণ শ্রমিকরা সেই সব প্রার্থীদের নির্বাচনে রায় দিবে যারা শ্রমিকদের সুখ দুঃখ, সুযোগ-সুবিধার দিকে নজর দিবে এবং সমূহ বিপদ আপদে সাহসের সাথে মোকাবেলা করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার কেমন প্রার্থী নির্বাচন করবে জানতে চাইলে বলেন, ‘আমরা একটা নতুন কমিটি চাই এবং নতুন নেতৃত্ব চাই যারা ভোটের পর শ্রমিকদের কথা ভুইল্যা না যায়।’
নির্বাচনে সভাপতি পদে মো. নজরুল ইসলাম, ছোটন চন্দ্র সরকার ও মো. হাজী মনু। সহ-সভাপতি পদে মো. বজলু মিয়া ও বিভাষ। সাধারণ সম্পাদক পদে মো. বিল্লাল শেখ বিল্লাল ও রমজান আলী রঞ্জিত। সাংগঠনিক সম্পাদক পদে মো. নুরুল হক, পিচলা বাচ্চু ও কনু মিয়া। সহ-সাধারণ সম্পাদক পদে মো. নুর ইসলাম, মো. সাইফুল ও ফরিদ মিয়া। প্রচার সম্পাদক পদে মো. মাসুদ রানা, মো. কামাল ও মো. মোতালিব। দপ্তর সম্পাদক পদে মো. আলম ও দয়াল। কোষাধ্যক্ষ পদে মো. লিটন ও মো. ফারুক মিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে খালিয়াজুরী ব্যতিত ৯টি উপজেলায় প্রার্থীদের নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। সাধারণ ভোটারদের অনুকম্পা সমর্থন লাভের আশায় প্রার্থীরা যার যার মত প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন। আর সাধারন শ্রমিক ভোটারদের দিচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতি।
রাইজিংবিডি/ এমএএস