ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)র আওতাধীন বনানী লেক, বারিধারা লেক ও নড়াই নদীর পানি ও দুই পাড়ের অবকাঠামো উন্নয়নে কাজ করতে আগ্রহী চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না। লেক ও খালের পাড়ে সাইকেল লেন, হাঁটার পথ, শিশু পার্ক, উন্মুক্ত ব্যামাগার ও বৃক্ষ রোপন করে সবুজায়ন করার প্রস্তাব করে প্রতিষ্ঠানটি।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না প্রতিনিধিরা ডিএনসিসির প্রশাসক এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন।
এসময় ডিএনসিসির প্রশাসক বলেন, “ঢাকা শহরকে বাসযোগ্য করতে শহরে থাকা নদী, খাল ও লেকের পানি পরিচ্ছনতা ফিরিয়ে আনতে হবে।” সৌজন্য সাক্ষাৎকালে ডিএনসিসির প্রশাসকের প্রস্তাবে চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না ঢাকা উত্তরের ল্যান্ডফিলে স্তুপকরে রাখা বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সহায়তায় কাজ করবে বলে আগ্রহ প্রকাশ করে।