জাতীয়

লঞ্চডুবির দায় সরকার এড়াতে পারে না : যোগাযোগমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক : মুন্সিগঞ্জের মাওয়ায় লঞ্চ দুর্ঘটনার দায় সরকার এড়াতে পারে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, লঞ্চ ডুবির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিদর্শক ওই সময়ে সেখানে দায়িত্ব পালন করেছে কিনা সে বিষয়টি নৌপরিবহণ মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, অন্য মন্ত্রণালয়ের ওপর আমি খবরদারি করতে পারি না। লঞ্চে কত লোক উঠবে এটা দেখার দায়িত্ব আমার নয়। লঞ্চটি যে ওভারলোডিং ছিল কোনো সন্দেহ নেই। ৮৫ জন ধারণ ক্ষমতা থাকলেও লঞ্চটিতে আড়াই শতাধিকের বেশি যাত্রী ছিল।

যোগাযোগমন্ত্রী বলেন, লঞ্চটি খুজেঁ পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশে লঞ্চটি উদ্ধারে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে মেঘনা নদীতে একটি লঞ্চ ডুবে বিলীন হয়ে গেছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবার মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে পিনাক-৬ নামের একটি লঞ্চ ডুবে যায়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তালিকা অনুযায়ী নিখোঁজের সংখ্যা ১৩৫ জন। এ ছাড়া লঞ্চডুবির সঙ্গে ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

   

রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৪/শফিক/শামসুল