জাতীয়

পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর পুরান পল্টনের সাব্বির টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।

শনিবার (৪ মে) রাত ৮টা ২৫ মিনিটের দিকে পল্টনের সাব্বির টাওয়ারের একেবারে উপরের তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া প্রাথমিকভাবে আগুনে কেউ হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।