রাজধানীর পুরানা পল্টনে সাব্বির টাওয়ারে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটে ফকিরাপুল বিজয় নগরে পানির ট্যাংকির কাছে সাব্বির টাওয়ারের ছাদে অবস্থিত টিনশেড স্থাপনায় আগুল লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম ডিউটি অফিসার রাকিবুল হাসান।
১১ তলা বাণিজ্যিক ভবনটির ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী সহায়তা করছে। বহুতল এ বাণিজ্যিক ভবনে বিভিন্ন বেসরকারি কোম্পানির অফিস রয়েছে। ছাদের একটি অংশে রয়েছে ইলেকট্রিক সামগ্রীর গুদাম। সেখানেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, "পুরো ভবনটি বাণিজ্যিক। ভবনের ছাদে ইলেকট্রনিক সামগ্রীর গুদাম। সেখানেই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের কাজ এখনও চলছে।" তবে, এই অগ্নিকান্ডে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
ভবনের নিরাপত্তা কর্মী জসিম উদ্দিন বলেন, "এ ভবনের দোতালায় জাফরান রেস্টুরেন্ট নামে খাবার হোটেল রয়েছে। কোনো আবাসিক হোটেল নেই। প্রতিটি ফ্লোরে বিভিন্ন ধরনের অফিস। যেখানে আগুন লেগেছে সেটা মালিকের ইলেকট্রনিক সামগ্রীর গোডাউন।"