জাতীয়

স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

পারিবারিক কলহের জেরে ঢাকার তুরাগে রিজিয়া বেগম (৪৫) নামের এক নারীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ‍উঠছে তার স্বামীর বিরুদ্ধে। 

বুধবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রিজিয়াকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান রাইজিংবিডিকে বলেন, “আগুনে রিজিয়ার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।”

রিজিয়া বেগম পরিাবর নিয়ে তুরাগের দিয়াবাড়ি গোলচত্বর নার্সারির পাশে একটি বাসায় ভাড়া থাকেন। তিনি ফুটপাতে ফুল বিক্রি করেন।

রিজিয়া বেগমকে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী রাশেদুল ইসলাম। 

তিনি রাইজিংবিডিকে বলেন, “রাতে চিৎকার শুনে গিয়ে দেখি তার গায়ে আগুন জ্বলছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।”