জাতীয়

দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে সক্রিয় প্রতারক চক্র

মো. শামীম রেজা নামে এক প্রতার‌কের সন্ধান পেয়েছে দুদক। দুদক চেয়ারম‌্যা‌নের ব‌্যক্তিগত সহকারীর ভুয়া প‌রিচ‌য়ে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে মোবাইলে অর্থ দাবি করছেন তিনি।

রবিবার দুদ‌কের উপ-প‌রিচালক আকতারুল ইসলাম এ তথ‌্য জানান। তিনি প্রতারক চ‌ক্রের এই সদস‌্যকে আইন শৃঙ্খলাবা‌হিনীর হা‌তে তু‌লে দেওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন। 

আকতারুল ইসলাম বলেন, ‘‘দুদক চেয়ারম্যানের ভুয়া পিএস প‌রিচ‌য় দানকারী শামীম রেজাসহ প্রতারক‌দের বিরুদ্ধে দুদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। চেয়ারম্যানের পিএস পরিচয়ে এই প্রতারক কাউকে ফোন দিলে তাকে ধরে দুদকে অথবা পুলিশে সোপর্দ করবেন।’’

উক্ত প্রতারকের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করে‌ছে দুদক।