জাতীয়

বেবী মওদুদ সবার কাছে অনুকরণীয় : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বেবী মওদুদ নারী ব্যক্তিত্ব হিসেবে ছিলেন অনন্য এবং অসাধারণ। তার অনেক কিছুই আমাদের সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে।’

শনিবার সন্ধ্যায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রয়াত সাংসদ, সাংবাদিক ও সাহিত্যিক বেবী মওদুদের স্মরণসভায় স্পিকার এ কথা বলেন। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীন প্রকাশক সমিতি এ সভার আয়োজন করে।

স্পিকার বলেন, ‘বেবী মওদুদ ছাত্রজীবন থেকে রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তার রাজনৈতিক নেতৃত্ব একজন নারী হিসেবে কর্মবহুল। সবসময় তিনি সাধারণ জীবনযাপন করেছেন।

আলোচনাসভা শেষে বেবী মওদুদের ছেলে রবিউল হাসান অভি ও শফিউল হাসান দীপ্তর হাতে তাদের মায়ের প্রতিকৃতি তুলে দেন স্পিকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে স্মরণসভার আলোচনায় আরো অংশ নেন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।

   

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৪/মামুন/নওশের