জাতীয়

স্বল্প পরিসরে চলবে পিনাক-৬ উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক : মাওয়ায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার অভিযানের সাত দিন পেরিয়ে গেলেও ডুবে যাওয়া লঞ্চটি এখনো শনাক্ত হয়নি। এ কারণে উদ্ধার অভিযান ছোট পরিসরে চালানোর ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসন।

এখন থেকে লঞ্চটির উদ্ধার অভিযানে কাজ চালিয়ে যাবে কাণ্ডারি-২ ও জরিপ-১০। এ ছাড়া সেখানে কাজ করা অন্যান্য সংস্থার উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

৪ আগস্ট সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে আসছিল লঞ্চটি। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং বৈরী আবহাওয়ার কারণে উত্তাল নদীতে ডুবে যায় লঞ্চটি।

লঞ্চে আড়াই শতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এখন পর্যন্ত ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৭ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৪/নাসির/জিসান/সনি/কমল কর্মকার