জাতীয়

বাংলাদেশে অবস্থানরত মার্কিনিদের সতর্ক করল দূতাবাস

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলাফেরা করার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (২৯ মে) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই আহ্বান রাখা হয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, “সম্প্রতি বাংলাদেশজুড়ে বিক্ষোভের সংখ্যা বাড়ার কারণে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষ-সহিংসতায় পরিণত হতে পারে। আপনাদের  বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত।”

নিজ দেশের নাগরিকদের বেশ কিছু পরামর্শ  দিয়েছে মার্কিন দূতাবাস। এগুলো হলো- ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা, স্থানীয় অনুষ্ঠানসহ আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন, স্থানীয় সংবাদ চ্যানেলগুলো পর্যবেক্ষণ, বিক্ষোভ এড়িয়ে চলা, আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা।